প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে ৩ দিনব্যাপী কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিশুদের ভক্তিমূলক সঙ্গীত, আবৃত্তি ও বাণী প্রতিযোগিতা এবং অতিথিদের আলোচনা পর্বসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।
২ জানুয়ারি রোববার সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ আয়োজনে বিপুলসংখ্যক সনাতনী ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে দেখা যায়।
এ উৎসব প্রসঙ্গে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ বলেন, ‘আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হোক’। কেননা ঈশ্বর কল্পতরু। তার কাছে যে যা চাইবে তাই পাবে। তবে একটি কথা আছে। তিনি ভাবগ্রাহী। যে যা মনে করে সাধনা করে তার সেরূপই হয়। যেমন ভাব তেমন লাভ। এটিকে সামনে রেখেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শুভ কল্পতরু ও বার্ষিক উৎসব করা হচ্ছে।
রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ আরও বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা পহেলা জানুয়ারি থেকে কল্পতরু উৎসব এবং বার্ষিক উৎসব শুরু করেছি। উৎসবে বিভিন্ন স্থানের রামকৃষ্ণ মিশনের প্রধানগণসহ সনাতনী ভক্তবৃন্দ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আসছেন। আমরা উৎসবকে ঘিরে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা কার্যক্রম করছি। প্রতিদিন আশ্রমে আগতদের জন্যে দুপুরের খাবারের উদ্যোগ বাস্তবায়ন করছি। উৎসব সফল করতে সকলের সহযোগিতা চাই।