মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০০:০০

চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন শহর রক্ষা বাঁধের ভাঙ্গন পরিধি বাড়ছে
মিজানুর রহমান ॥

চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন যমুনা রোডের টিলাবাড়ি নামক স্থান দিয়ে শহর রক্ষা বাঁধের ধসে পড়া এলাকার ভাঙ্গন পরিধি বেড়েছে। প্রায় ৮০ মিটার বাঁধ এলাকাজুড়ে এখন মেঘনার ভাঙ্গন চলছে। সেখানে থাকা প্রচুর পরিমাণে পাথর ও সিসি ব্লক নদীতে দেবে গেছে। ৩ জানুয়ারি সোমবার বিকেলে সরজমিনে গিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে।

ধসে পড়া শহর রক্ষা বাঁধের স্থানটির সংরক্ষণে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার চাঁদপুর কণ্ঠকে জানান, নদী অনেকটাই শান্ত। ভাঙ্গন আর বাড়বে না। আমরা এ স্থানটি সংরক্ষণে বালুভর্তি জিওব্যাগ ফেলা শুরু করেছি। সাড়ে ১০ হাজার বালুভর্তি জিওব্যাগ এখানে ফেলা হবে। এরপর ৪ হাজার সিসি ব্লক ডাম্পিং এবং প্লেসিং করা হবে।

গত ২ জানুয়ারি রোববার সকালে হঠাৎ করে মাদ্রাসা রোডস্থ লঞ্চঘাটের পশ্চিম পাশে টিলাবাড়ি ঠোঁটার ব্লকবাঁধে মেঘনার ভাঙ্গন দেখা দেয়। মুহূর্তের মধ্যে সেখানে বসবাসরত জেলেপল্লীর শত শত পরিবারের মাঝে নদী ভাঙ্গন আতঙ্কের সৃষ্টি হয়। যারাই এ বাঁধের আশপাশে বসবাস করছেন তারা রাজরাজেশ্বর ইউনিয়নের নদী ভাঙ্গনের শিকার হয়ে এখানে বসতি গড়ে তুলেন। এখানেও নদী ভাঙ্গনের কবলে পড়েছেন তারা। স্থানীয়রা শহর রক্ষা বাঁধের স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

তারা বলেন, এখন শুষ্ক মৌসুম। নদী ভাঙ্গনের কথা নয়। এ সময়ে যদি নদী ভাঙ্গনের এমন পরিস্থিতি হয়, তাহলে বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। লঞ্চঘাট, রেলওয়ে বড় স্টেশন, এসব এলাকা নদীতে বিলীন হয়ে যাবে। গৃহহারা হয়ে পড়বে হাজার হাজার পরিবার। আগামী বর্ষা আসার আগেই টেকসই শহর রক্ষা বাঁধ সংরক্ষণের বড় ধরনের কাজ করা না গেলে বড়স্টেশন এলাকা রক্ষা পাবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়