প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর সরকারি মহিলা কলেজে নববর্ষের প্রথমদিনে শিক্ষক মিলনায়তনে কলেজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ এনামুল হকসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ। সভায় সদ্য ষষ্ঠ গ্রেডে পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন কর্মকর্তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন : পদার্থবিদ্যা বিভাগের মোহাম্মদ ওমর ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের সঞ্জয় কুমার সাহা, অর্থনীতি বিভাগের মোঃ গোলাম রিদওয়ান ও নুরুননাহার এবং বাংলা বিভাগের মাসুমা-তুন-নূর।
সভার সভাপতি শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের স্মরণকালের সবচেয়ে বড় পদোন্নতি প্রদান করায় শিক্ষাবান্ধব শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।