প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জানুয়ারি রোববার বিকেলে স্থানীয় ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নৌকাই এদেশে স্বাধীনতার কথা বলে, নৌকাই এদেশে উন্নয়নের কথা বলে, নৌকাই এদেশে জনগণের কথা বলে। তাই নৌকা জিতলে কেউ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন না। কেউ মনে করবেন না বিদ্রোহীরা জয়ী হলে উন্নয়ন বেশী হবে। সেই সুযোগ নেই। আগামী ৫ জানুয়ারি প্রতিটি কেন্দ্রে যার যার অবস্থান থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করে আপনারা বাড়ি ফিরবেন।
তিনি আরো বলেন, আমরা জানি কারা দল থেকে বহিষ্কৃৃৃত প্রার্থীদের সাথে আঁতাত করছেন। তাই অপেক্ষায় থাকুন। যদি কোনো অঘটন ঘটে, তবে আপনারাও রেহাই পাবেন না। তিনি বিদ্রোহীদের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন, তাহলে আমরা আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবো। আমাদের মনে রাখতে হবে নৌকার জয়ের বিকল্প নেই।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। তিনি বলেন, ধানুয়া এলাকা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত। এখানে আজ পর্যন্ত কোনোদিন নৌকা হারেনি। আগামীতেও হারার প্রশ্ন উঠে না।
তিনি আরো বলেন, নির্বাচনে রাগ ক্ষোভ, মান-অভিমান থাকবেই। তবে সকলকে মনে রাখতে হবে প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত। নৌকার পরাজয় হলে শেখ হাসিনার পরাজয় হয়, নৌকার পরাজয় হলে আদর্শের পরাজয় হবে। তাই আসুন আগামী ৫ জানুয়ারি নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও এমপির প্রতিনিধি সোহেল হোসেন রাজুর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু, ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহেল চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আবু সুফিয়ান শাহীন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও এমপি প্রতিনিধি পুতুল সরকার।