প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল। ১ জানুয়ারি শনিবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির শেষ আশ্রয়স্থল হলো ছাত্রদল। তাই কেন্দ্রীয় নির্দেশনা পালন ও সকল কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের নেতা-কর্মী ও সমর্থকদের সবসময় মাঠে থাকতে হবে। নেত্রীর মুক্তি না হলে রাজনীতির মুক্তি হবে না। আর কোনো নেতা-কর্মীর সরকারি চাকুরিও হবে না। গত ১২ বছরে আমাদের কোনো নেতা-কর্মীর চাকুরি হয়নি। এমনকি অনেকে ব্যবসাও করতে পারেনি।
তিনি আরো বলেন, প্রশাসন ও পুলিশ চাইলে এ দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। যার প্রমাণ গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচন। মানুষ এখন নৌকায় ভোট দিতে চায় না। পুলিশ আমাদের কোন অনুষ্ঠানের অনুমতি দেয় না। অথচ আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগ অনুমতি ছাড়াই অনুষ্ঠান করেছে। সামনে আমরা কোনো নোটিস দিয়ে কর্মসূচি দিবো না।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল হোসাইনের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবউদ্দিন শাবু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন।
পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউছুফ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু সায়েম মিয়াজী, পৌর বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন সর্দার, উপজেলা ছাত্রদল সদস্য সচিব জুয়েল রানা তালুকদার ও পৌর ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহসহ উপজেলা পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।