প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
আজ একদিনের সফরে মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি আজ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বেলা ১০টায় উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে তিনি কম্বল বিতরণ করবেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করবেন। বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্ত্বর সংলগ্ন মাঠে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিকেল সাড়ে ৪টায় উপজেলার বড় ঝিনাইয়া গ্রামে হাজী শাহজালাল মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্বোধন করবেন।