প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ জানুয়ারি শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ের পাঠ্যবই বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সফিউদ্দিন আহম্মেদ। প্রধান অতিথির রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তার দেয়া পাঠ্যবই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে দেয়া হচ্ছে। আমরা জেলার প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম নিশ্চিত করেছি। করোনাকালেও নতুন পাঠ্যবই প্রদান নিশ্চিত করেছেন জননেত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা।
এছাড়া বই বিতরণ অনুষ্ঠান পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।