মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০

আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ পশ্চিম বাজারের হাজীগঞ্জ-রামগঞ্জ-গৌরিপুর বিশ^রোড (চৌরাস্তা) এলাকায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ উদ্বোধন করা হয়েছে। পৌরসভার অর্থায়নে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন।

এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, চতুর্মুখী সড়কের মাঝখানে বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল দেখলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হবে। তারা অনুধাবন করবে একটি পরাধীন দেশের সার্বভৌমত্ব অর্জনে বঙ্গবন্ধু কতটা ত্যাগ, সংগ্রাম ও যোগ্য নেতৃত্ব দিয়েছেন। যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধু শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য যে অবদান রেখে গেছেন, তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ বহুদূর এগিয়েছে। আজ বিশ^ দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমরা। এগিয়ে যাচ্ছি অপ্রতিরোধ্য গতিতে। যা উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল। এ সময় তিনি দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর স্থাপনে পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রায়হানুর রহমান জনির সঞ্চালনায় দেশ ও জাতির সমৃদ্ধি, বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং পৌরবাসীর মঙ্গল কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোঃ ফয়সাল আহমেদ।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম ব্যাপারী, প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার, প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, মোঃ শাহআলম, হাজী মোঃ কবির হোসেন কাজী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সাদেকুজ্জামান ও মোঃ শাহআলম উপস্থিত ছিলেন।

এছাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুজ্জামান মুন্সী, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের আহ্বায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভার অর্থায়নে নির্মিত ভাস্কর্যটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ নামকরণের অনুমতি দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এর আগে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব-উল আলম লিপনের আবেদনের ভিত্তিতে গত ২০২১ সালের ২৭ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সভায় এই নামকরণের অনুমতি দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়