মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ০০:০০

আমাদের নিজেদের স্বার্থেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে বাসাবাড়ি ও শহরের বিভিন্ন স্থানে থেকে কুড়িয়ে আনা পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময়ে ১ হাজার গাছের চারা দিয়েছে শিক্ষার্থীদের সংগঠন পূর্ণয়। ১ জানুয়ারি শনিবার চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষবিলাস নামে এই ব্যতিক্রমী আয়োজনে (ভার্চুয়ালি) প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সম্মানিত অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

ডাঃ দীপু মনি এমপি তাঁর বক্তব্যে বলেন, আমাদের নিজেদের স্বার্থেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। আজকে শিক্ষার্থীরা যে আয়োজনটি করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি পূর্ণয়কে একটি স্থায়ী স্টল করে দেয়ার ঘোষণা দেন। যেখানে প্রতি সপ্তাহে একইভাবে পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বিনিময় গাছের চারা দেয়া হবে।

পূর্ণয়ের সভাপতি পৃথ্বীরাজ দত্ত ও সাধারণ সম্পাদক মাহি কানিজ জানান, আমরা চারপাশের পরিবেশকে সুন্দর রাখতে এবং গাছ লাগাতে উৎসাহিত করার জন্য এই উদ্যোগটি হাতে নিয়েছি। আমরা চাইবো সবাই পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে এবং বেশি বেশি করে বৃক্ষরোপণ করবে।

তারা আরো বলেন, আমরা গাছপালা দিয়ে পৃথিবীকে সাজিয়ে ফেলতে চাই। পরিবেশ দূষণের অন্যতম কারণ প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের বিপরীতে বৃক্ষ দিয়ে পৃথিবীর সৌন্দর্য্য বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের হার কমানোর উদ্দেশ্য নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সকলের সহযোগিতায় উজ্জীবিত। এ ধরনের কর্মকা- আমরা আগামীতেও অব্যাহত রাখবো।

বৃক্ষবিলাস সফল করতে স্পন্সর এন্ড প্রোমোশন টিমের সদস্য আনাস ইবনে আলমগীরসহ পূর্ণয়র ৪০ জন সদস্য কাজ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়