মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০

কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী কর্মীসভা

সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে

এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন

সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করতে হবে
মোহাম্মদ মহিউদ্দিন ও মেহেদী হাসান ॥

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মোঃ গোলাম হোসেন বলেছেন, সকল ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। নিজের স্বার্থে নয়, দলের স্বার্থে কাজ করুন। যারা বিদ্রোহী প্রার্থী তারা আওয়ামী লীগের কেউ নয়। তাদের সাথে দলীয় সম্পর্ক রাখা থেকে দূরে থাকুন। বিদ্রোহী প্রার্থীদের সাথে যে সকল আওয়ামী লীগের কর্মী জড়িত রয়েছেন, তাদেরকে বুঝিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কার পক্ষে কাজ করাতে হবে। মনে রাখবেন, দলের অস্তিত্ব থাকলেই আপনার মূল্যায়ন হবে। তাই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি গতকাল শুক্রবার কচুয়া উপজেলার হাসিমপুর মিয়ারবাজার স্বাধীনতা ভবনে গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম চৌধুরীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনের পরিচালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান প্রধান ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত, ধর্মবিষয়ক সম্পাদক নাছির উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মাস্টার, সদস্য জাহাঙ্গীর আলম, আকতার হোসেন রানা ও যুবলীগ নেতা মনির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়