মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০

পরিকল্পনা অনুযায়ী দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে
মাহবুব আলম লাভলু ॥

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। আমাদের পরিকল্পনা অনুযায়ী দেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে, সব বাধাকে তুচ্ছ জ্ঞান করে তা আমরা ইতোমধ্যে প্রমাণ পাচ্ছি এবং স্বচক্ষে দেখছি।

৩১ ডিসেম্বর শুক্রবার মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে সিলেট সমিতি উত্তরা ঢাকা’র আয়োজনে রজতজয়ন্তী উৎসব ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন শুধু ২০২১ সালের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তিনি বলেছেন আমরা উন্নত দেশ হবো এবং বর্তমান ধারা অব্যাহত থাকলে তা ২০৪১ সালের মধ্যেই সম্ভব হবে। আজকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মাতৃমৃত্যুর হারের দিক থেকে সর্বনি¤œ। শিশু মৃত্যুহারে দক্ষিণ এশিয়ায় সর্বনি¤œ, জেন্ডার ইকুয়েশনে বাংলাদেশ এগিয়েছে, নারীর ক্ষমতা বেড়েছে, তা প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম মোহন, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সমিতি উত্তরা ঢাকার সভাপতি মোহাম্মদ শামস উল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়