প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল ছেড়ে বারিধারার বাসায় ফিরেছেন। দলীয় নেতা-কর্মীদের সূত্রে এ তথ্য জানা গেছে। কিছুদিন আগে ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন চাঁদপুর জেলা বিএনপির শীর্ষ এই নেতা। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন।