প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
এসএসসির ফলাফল জানা হলো না বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী রাত্রি চাকমার। বুধবার রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি চলে যান মহান সৃষ্টিকর্তার ডাকে। রাত্রি চাকমা বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জীবনের স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই তার জীবনপ্রদীপ নিভে যায়। মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে নিতে হয় তার জীবনের সকল স্বপ্ন।
বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা ২০২১-এর ফলাফল প্রকাশিত হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, রাত্রি জিপিএ ৪.৬৭ অর্থাৎ এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাসহ তার সহপাঠীরা শোকাহত। সহপাঠীরা তাদের এ বন্ধুর মৃত্যু মেনে নিতে পারছে না।
এ বছর বিদ্যালয়ে উল্লেখযোগ্য ভালো ফলাফল হলেও রাত্রির মৃত্যুতে সকলের আনন্দ শোকে পরিণত হয়েছে। মেধাবী শিক্ষার্থী রাত্রি চাকমা বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তার স্বপ্ন ছিলো উচ্চ শিক্ষিত হয়ে শিক্ষক হওয়ার। মরণব্যাধি ক্যান্সার তার সকল স্বপ্ন কেড়ে নেয়। পরীক্ষা চলাকালেও রাত্রি চাকমা অসুস্থ হয় বলে জানা যায়। অসুস্থতা নিয়েই তিনি পরীক্ষায় অংশ নেন। নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে সর্বক্ষণ ক্যান্সারের সাথে যুদ্ধ করতে হয়েছে তার ছোট্ট জীবনে। রাত্রি চাকমা নিজ জেলায় সমাপনী পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ভালো প্রতিষ্ঠানে পড়ার জন্যে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।
জানা যায়, রাত্রি চাকমা তার জেঠার বাসায় থেকে পড়ালেখা করতেন। তার মা-বাবা নিজ বাড়ি রাঙামাটিতে থাকতেন। বিদ্যালয়ের রেজিস্টার থেকে জানা যায়, রাত্রি চাকমা রাঙামাটির স-ু বিকাশ চাকমা ও কৃষ্ণ মালা চাকমার মেয়ে।