প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
কুমিল্লা শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৬.২৭ ভাগ। ২০২০ সালে এ বোর্ডে পাসের হার ছিলো ৮৫.২২ ভাগ। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন।
এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে ছাত্রদের চেয়ে ছাত্রীরা পাস এবং জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে। ছাত্রদের থেকে ছাত্রীরা পাসের হারে ৯৬ ভাগ বেশি এবং জিপিএ ৫-এ ছাত্রীরা ১.৭৩৭ ভাগ এগিয়ে রয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান বৃহস্পতিবার সকালে এ কথা নিশ্চিত করেছেন।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মোট ২ লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে পাস করেছে ২ লাখ ১১ হাজার ৫০৩ জন। পাসের হার ৯৬.২৭ ভাগ। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র পাস করেছে ৯১ হাজার ৭৯১ জন আর ছাত্রী ১ লাখ ১৯ হাজার ৭১২ জন। ছাত্র পাসের হার ৯৫.৭৩ ভাগ আর ছাত্রী পাসের হার ৯৬.৬৯ ভাগ।