প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় বুধবার উত্তপ্ত ও ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দিনজুড়ে ছিলো পুলিশ ও ডিবি পুলিশের সতর্ক পাহারা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর শো-ডাউনে ছিল বালিথুবা ইউনিয়ন সরব। পুলিশি সতর্কতার পরেও দুর্বৃত্তরা আনারস প্রতীকের গাড়ি, সাউন্ড বক্স এবং মাইক ভাংচুর করেছে।
ওইদিন আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী, বর্তমান চেয়ারম্যান, আনারস প্রতীকের প্রার্থী হারুনুর রশীদের পূর্ব নির্ধারিত শো-ডাউন ছিলো। দুপুরের পরে ওই ইউনিয়নের দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার সমর্থিতরা পিকআপ গাড়িতে সাউন্ডবক্স বসিয়ে মিছিলের প্রস্তুতি নিলে সেখানে একদল অজ্ঞাত দুর্বৃত্ত হানা দিয়ে তাদের প্রস্তুতি ভ-ুলসহ গাড়ি ও সাউন্ড বক্স ভাংচুর করে। এই সময় তারা একটি জেনারেটর পুড়িয়ে দেয়। পরে বিকেলে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ তার সমর্থকদের নিয়ে পাটওয়ারী বাজার ও বালিথুবায় শোডাউন করে। এর কিছু পর আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিএম তাবাচ্ছুম তার সমর্থকদের নিয়ে বালিথুবা বাজারে শোডাউন করে।
বালিথুবা বাজারে নৌকা সমর্থিত প্রার্থী জিএম তাবাচ্ছুম পরে এক পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তন ও বালিথুবা ইউনিয়নের উন্নয়নের জন্য নৌকা প্রতীকের বিজয়ের বিকল্প নেই। তিনি স্বতন্ত্র প্রার্থী হারুনকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনি সত্যিকারে অর্থে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন ও আওয়ামী লীগ করেন তাহলে নৌকা বিরোধী পথ ছেড়ে আমাদের কাতারে আসেন। বহিরাগতদের নিয়ে ভোট করতে বালিথুবায় আসবেন না।
অপরদিকে, বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হারুন অর রশীদ তার শোডাউন শেষে বালিথুবা বাজারে এক পথসভায় বলেন, তৃণমূলের নির্বাচনে জনগণ মানুষের কল্যাণে আসবে ও ভালো প্রার্থী খুঁজে নির্বাচিত করবে। অতীতে যে মানুষ জনগণের উন্নয়নের জন্যে কাজ করেছে আমার বিশ^াস সাধারণ ভোটাররা তাকেই ভোট দিবেন। সে বিশ^াসে আমি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে অনুরোধ করছি আমাদেরকে নির্বাচনী কাজ করার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেন এবং জনগণকে নির্বিঘেœ ভোট দেয়ার সুযোগ করে দেন। তিনি বলেন, আমি এবং আমার কর্মীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি।