প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় মহিউদ্দিন মজুমদার মহসিন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াদ্দা ভিটপাড় গ্রামে মজুমদার বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। মহসিনের পিতা আব্দুল মান্নান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে আমার ছেলে মহসিনকে কে বা কারা ডাক দিয়ে ঘরের বাইরে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ফজর নামাজের পূর্বে বাড়ির পাশে পুকুরপাড়ে সেচপাম্পের উপর তার মরদেহ দেখতে পাই। খবর পেয়ে বুধবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহসিনের পিতা আব্দুল মান্নান আরো জানান, একই বাড়ির ছিদ্দিকুর রহমানের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে বিজ্ঞ আদালতে মামলা-মোকাদ্দমা চলছে। তারাই শত্রুতামূলকভাবে আমার ছেলে মহসিনকে হত্যা করেছে।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।