প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার ২৯ ডিসেম্বর ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) চাঁদপুরের উদ্যোগে একাডেমির সভাকক্ষে সম্পন্ন হয়েছে। ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ রেজওয়ান উল ইসলামের সঞ্চালনায় ও অধ্যক্ষ ড. প্রকৈাশলী মোঃ সাকাওয়াত আলীর সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্য বলেন, দক্ষ হয়ে বিদেশ গেলে ভালো রেমিট্যান্স আনা সম্ভব। সরকার আপনাদের জন্যে অনেক সুযোগ-সুবিধা করে দিয়েছে। সততার মাঝে কাজ করবেন। যাকে যে দায়িত্ব দেয়া হয় সে কাজ সঠিকভাবে পালন করবেন। আপনারা যাতে সঠিক নিয়মে বিদেশ যেতে পারেন সরকার সে পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জনশক্তি কর্মসংস্থানের পরিচালক মোঃ শহীদুল ইসলাম।