সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০

অনির্বাণ উত্তরাধিকার ও ৭ মার্চ চত্বর উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
বিমল চৌধুরী ॥

স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতাকালীন ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে চাঁদপুর জেলার নান্দনিক বিদ্যাপীঠ পুরানবাজার ডিগ্রি কলেজে স্থাপন করা হয়েছে ‘অনির্বাণ উত্তরাধিকার’। যার মাঝে রয়েছে বাংলা ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতিসৌধ শহীদ মিনার, জাতির জনকের ৬ দফার দাবিসমূহ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। অন্যদিকে ডাকাতিয়ার সৌন্দর্য মুখরিত তীর ঘেঁষে গড়ে উঠা কলেজ সংলগ্ন স্থানে নির্মাণ করা হয়েছে ৭ মার্চ চত্বর।

২৯ ডিসেম্বর বুধবার বিকেলে উৎসবমুখর পরিবেশে এ স্থাপনাসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর ও হাইমচর আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি পুরানবাজার কলেজের উন্নয়নে ১০ তলা বিশিষ্ট ভবন স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের লক্ষ্যে মন্ত্রী মহোদয় কলেজ চত্বরে প্রবেশকালে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষকম-লী ও উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান। এ সময় কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে শিক্ষামন্ত্রীর সম্মানার্থে কলেজের ছাত্রী অর্পিতা ঘোষ দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন। শিক্ষামন্ত্রী কলেজ চত্বর ঘুরে দেখেন এবং কলেজের প্রাকৃতিক সৌন্দর্যে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পুরানবাজার ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের কার্যকরী সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সদস্য সুভাষ চন্দ্র রায়, ডাঃ এসএম সহিদ উল্লাহ, তমাল কুমার ঘোষ, ডাঃ মোস্তাফিজুর রহমান, মোঃ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, বিশিষ্ট লেখক ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানসহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়