সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সদর উপজেলার নবনির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১-এর নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

শপথ গ্রহণ শেষে চাঁদপুর ও হাইমচর আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি অনুষ্ঠানস্থলে আসেন এবং নবনির্বাচিত ইউপি সদস্যদের অভিনন্দন জানান। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজে সহায়তা করার জন্য নবনির্বাচিত ইউপি সদস্যদের আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের সেবামূলক কার্যক্রম থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখবেন। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যরা যাতে পুরুষ সদস্যদের মতই কাজ করার সুযোগ বা বরাদ্দ পান সেদিকে লক্ষ্য রাখার জন্যেও তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি কেফায়েত উল্লাহ। পবিত্র গীতা থেকে পাঠ করেন চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা টিএনও অফিসের অফিস সহকারী মোঃ মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিষ্ণুপুর, আশিকাটি, শাহমাহমুদপুর, রামপুর, মৈশাদী, তরপুরচ-ী, বাগাদী, বালিয়া ও চান্দ্রা ইউনিয়নের নবনির্বাচিত ১০৮ জন (সংরক্ষিত মহিলা সদস্যসহ) ইউপি সদস্য শপথ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়