প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত (চধরফ চববৎ ঠড়ষঁহঃববৎ) ব্যক্তিদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২৮ ডিসেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে চাঁদপুর জেলা পিপিভি অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে তারা চাকুরি স্থায়ীকরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পিপিভি এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি তামান্না আক্তার। সাধারণ সম্পাদক আসমা আক্তারের পরিচালনায় বিভিন্ন উপজেলার স্বাস্থ্যকর্মীরা বক্তব্য রাখেন।
তারা বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালে মাঠ পর্যায়ে কাজ করেছি। জীবনের ঝুঁকি নিয়ে গর্ভবতী মায়েদের সেবা দিয়েছি। এই চাকুরি আমাদের ফ্যামিলি চালানোর একমাত্র সম্বল। জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাই আমাদের সংসার ও আমাদেরকে বাঁচাতে এই চাকুরি স্থায়ী করা হোক।