সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কার্যালয় ভাংচুর
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম আজাদের (বর্তমান চেয়ারম্যান) নির্বাচনী কার্যালয়ের প্রচারের সরঞ্জাম ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তার নির্বাচনী প্রচারণা কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। প্রার্থীর দাবি, আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থীর সমর্থকরা ভাঙচুর করেছে। আনারসের প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আজাদ অভিযোগ করে বলেন, প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রতিপক্ষ নৌকার প্রার্থী আলমগীর হোসেনের সমর্থকরা আমার নির্বাচনী কার্যালয়ের চেয়ার, টেবিল, মাইক ও স্পিকার ভাংচুর করেছে।

তবে অভিযোগের ব্যাপারে নৌকার প্রার্থী আলমগীর হোসেন জানান, আনারস প্রার্থীর সমর্থকরা নিজেরাই নিজের কার্যালয় ভাংচুর করে আমার কর্মী-সমর্থকদের উপর দোষারোপ করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক জানান, আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ আজাদের কার্যালয়ে ভাংচুরের সংবাদ শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি কচুয়ার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়