প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
গতকাল ২২ ডিসেম্বর বুধবার চাঁদপুর জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ২.২৫ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ১ জনের বাড়ি চাঁদপুর সদর ও অপর ২ জনের বাড়ি হাজীগঞ্জ উপজেলায়। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র থেকে আরো জানা যায়, জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৮৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনের, আর সুস্থ হয়েছেন ১৪,৮১৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৯ জন।¬