প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রোটারী সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় মাহবুবুল আলম চুন্নুর কর্মজীবনের বিভিন্ন দিক ও প্রেসক্লাব গঠনে তাঁর ভূমিকা তুলে ধরেন প্রেসক্লাবের সদস্যরা এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
স্মরণসভায় সদস্যরা বলেন, মাহবুুবুল আলম চুন্নু ছিলেন একজন দক্ষ সংগঠক, সাংবাদিক, সাহিত্যিক ও লেখক। তাঁর সৃষ্টিশীল কর্মেই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
স্মরণসভায় স্মৃতিচারণ করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি ইকবালুজ্জামান ফারুক, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক মোঃ সেলিম, যুগল কৃষ্ণ হালদার, মোঃ জাকির মজুমদার ও মোঃ হাবিবুর রহমান।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় প্রেসক্লাবের অন্য সদস্যরাও স্মৃতিচারণ করেন। এছাড়াও বক্তব্য রাখেন মাহবুবুল আলম চুন্নুর একমাত্র ছেলে এ. কে. জেড. আলম শিমুল।