প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে ইস্যু ভিত্তিক দুদিনব্যাপী গবেষণামূলক প্রশিক্ষণ গতকাল রোববার শেষ হয়েছে। প্রশিক্ষণের দ্বিতীয়দিন গতকাল মতলব দক্ষিণ ও উত্তর উপজেলায় প্রশিক্ষাণার্থীরা সরজমিনে পরিদর্শন করেন। শনিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সিভিল সার্জন মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সোসাইটি ফর মিডিয়া এন্ড সুইটেবল হিউম্যান-কমিউনিকেশন টেকনিক্স (সমস্টি)-এর আয়োজনে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ ইসা রুহুল্লার সভাপতিত্বে ও প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
প্রথমদিন দুপুরে পানিতে যুবে যাওয়া শিশু সুরক্ষার কৌশল ও করণীয় বিষয়ে সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
দুদিনব্যাপী এই প্রশিক্ষণে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায় কর্মরত ২৪ জন সাংবাদিক অংশ নেন। এতে প্রশিক্ষণ দেন সমস্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কর্মকর্তা সারোয়ার-ই-আলম। অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন প্রমুখ।