সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় জুয়ার আস্তানায় পুলিশের হানা
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামে জুয়ার আস্তানায় হানা দিয়েছে কচুয়া থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ীদের একটি অংশ চারদিকে পালিয়ে যায় এবং বাকি জুয়াড়ীদেরকে পুলিশ সতর্ক করেছে, যাতে ভবিষ্যতে এই গ্রামে দ্বিতীয়বারের মতো কেউ জুয়া খেলার সাথে সম্পৃক্ত না হয়।

জানা যায়, নুরপুর গ্রামের কুমার বাড়ির জহিরুল ইসলাম দীর্ঘদিন যাবত তার নিজ বাড়ির পাশে নিজের চা দোকানসহ পাশের আরেকটি ঘর ভাড়া নিয়ে জুয়া খেলার রমরমা আসর চালিয়ে আসছিলো। এলাকার লোকজনরা এই কাজে বাধা দিতে গিয়ে জুয়াড়ীচক্র দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়। তাছাড়া বাধাদানকারীদেরকে দেখানো হয় বিভিন্ন ভয়-ভীতি। এতে এলাকার লোকজন এই জুয়া খেলা বন্ধ করার পদক্ষেপ নিতে কোনো সাহস পাচ্ছিলো না।

গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিনের নির্দেশে এসআই মামুনুর রশীদ সরকার গতকাল সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়ার আস্তানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে এলাকার লোকজন পুলিশের উপর সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়