প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার বাদ জোহর হাজীগঞ্জ বড় মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। একইদিন বাদ আসর মরহুমের নিজ বাড়ি হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের ইছাপুর গ্রামে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার দিবাগত রাতে (১৬ ডিসেম্বর) তিনি হৃদরোগ জনিত কারণে ইন্তেকাল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, অফিসার ইনাচর্জ মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার প্রদান করে হাজীগঞ্জ থানা পুলিশ।
মরহুম মাহবুবুল আলম চুন্নু ওই গ্রামের মরহুম আশেক আলী মিয়াজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতার সংগ্রামে অংশ নেন। ব্যক্তি জীবনে তিনি অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন।
তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে মাহবুবুল আলম চুননু হাজীগঞ্জের বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কুমিল্লা জেলার গৌরিপুর নামক এলাকায় মৃত্যুবরণ করেন।
মাহবুবুল আলম চুন্নুর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ থানা, হাজীগঞ্জ প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা ও উপজেলা শাখা, অন্বেষাসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব খোকন বিএসসি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিনসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।