প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে সাতটায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে নেতা-কর্মীদের জমায়েত। এরপর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে বিজয় র্যালির মাধ্যমে সকাল ৯টায় অঙ্গীকার পাদদেশে উপস্থিতি এবং মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পুনরায় দলীয় কার্যালয়ে সমবেত হয়ে বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। উক্ত কর্মসূচি নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।