সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ০০:০০

তৃতীয়দিনে জেলায় ২২টি মোবাইল কোর্টে ১৬৭ জনকে সোয়া লক্ষাধিক টাকা জরিমানা

মিজানুর রহমান ॥
কঠোর লকডাউন চলছে

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর বিধিনিষেধের ৩য় দিনেও চাঁদপুরে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।

গতকাল শনিবার কঠোর বিধিনিষেধ তথা লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় চাঁদপুর শহরসহ পুরো জেলায় ২২টি মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের এসব মোবাইল কোর্টে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ১৬৭টি মামলায় ১৬৭ জনকে অর্থদ- দেয়া হয়েছে। তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ১ লাখ ২৯ হাজার ১৫০ টাকা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন।

অন্যান্য দিনের মতো গতকাল সকাল থেকে শহরের সড়কগুলো ছিলো অনেকটাই যানবাহন ও জনমানবশূন্য। তবে বেলা বাড়ার সাথে অসচেতন বহু মানুষকে রাস্তায় বের হতে দেখা যায়। তারা বিভিন্ন অজুহাতে প্রয়োজনে-অপ্রয়োজনে বের হন। অনেককেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। পণ্যবাহী ও কিছু ব্যক্তিগত গাড়ি এবং মোটরবাইক বাদ দিলে সড়কে বেশিরভাগ রিকশা চলাচল করেছে।

শহরে প্রবেশ মুখগুলোতে পুলিশ মোতায়েন ছিল। ফলে শহরে যানবাহন প্রবেশ ও বের হতে পুলিশ ও ট্রাফিক পুলিশের কড়াকড়ি আগের দিনের মতই পরিলক্ষিত হয়। করোনার সংক্রমণ ঠেকাতে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল চৌধুরী জানান, লকডাউন কার্যকর করতে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, সেনাবাহিনী ও পুলিশ কাজ করছেন। যারা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন তাদের মাস্ক পরার বিষয়ে সচেতন করছি। অন্যদের জরিমানা করা হচ্ছে।

কুমিল্লা সেনানিবাস ৩-বি ইউনিটের ক্যাপ্টেন সায়েম জানান, আমরা সিভিল প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে কাজ করছি। বর্তমানে সদর ইউএনও মহোদয়ের সহায়তায় জনগণকে করোনা সংক্রমণ ও বিধিনিষেধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করছি। সবাই যেন মাস্ক পরে এবং যারা জরুরি প্রয়োজনে ও চিকিৎসা নিতে অটোরিকশা বা অটোবাইকে যাতায়াত করছে, তাদেরকে আমরা যেতে দিচ্ছি। অন্যদের মোবাইল কোর্টের কাছে হস্তান্তর করে জরিমানার আওতায় শাস্তি প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়