শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১০:৫৬

চাঁদপুর জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন

বাদল মজুমদার
চাঁদপুর জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ অক্টোবর চাঁদপুর পৌর কর্মচারী সংসদ প্লাজার তৃতীয় তলার সম্মেলন কক্ষে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এক দফা এক দাবি রাজস্ব খাত থেকে বেতন দিতে হবে। আপনাদের এ আন্দোলনের সাথে একমত। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর পাকিস্তান পন্থীরা মনে করেছিলো বাংলাদেশের হাল ধরার আর কেউ নেই। কিন্তু আল্লাহর রহমতে ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে এসে দেশকে আজ বিশ্ব দরবারে উচ্চ শিখরে দাঁড় করিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার চাইতে গিয়ে আমি অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হই। জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে আমি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। সরকারের দেয়া দায়িত্ব যেনো সঠিকভাবে পালন করতে পারি সেজন্যে দোয়া করবেন। কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমার পৌরসভা গ শ্রেণির। ক শ্রেণিতে এখনো উন্নীত করতে পারি নাই। আমি যখন পৌরসভার দায়িত্ব নেই তখন পৌর ফান্ডে ছিলো মাত্র ১ লাখ ৬০ হাজার টাকা। দায়িত্ব নেয়ার ৬ মাসের মধ্যে ৪ মাসের বেতন পরিশোধ করেছি। আপনাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। শুধু সরকার কী দিচ্ছে সেদিকে না তাকিয়ে আপনি সরকারকে কিছু দিচ্ছেন কিনা তাও ভাবা উচিত। কোনো মাদক ও জঙ্গিবাদের স্থান আমার পৌরসভায় হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমাদেরকে সেল্ফ গভর্নিং বডি বলা হয়। সরকার কিছু আয়ের জায়গা দিয়েছে, যা দিয়ে ব্যয়ের ব্যবস্থা করতে বলা হচ্ছে। সকল নাগরিক সুবিধার ব্যবস্থা করে দিলে সকল পৌরসভা তাদের নিজস্ব আয়ে অবশ্যই পৌরসভা চালাতে পারবে । আমাকে পূর্ণ কর্তৃত্ব দিতে হবে। উন্নয়নের জন্যে যদি সরকার বিশেষ ব্যবস্থা নেয় ও নিজস্ব আয় বাড়াতে সরকার সহযোগিতা করে, পৌরসভা স্বাবলম্বী হয়ে অবশ্যই গড়ে উঠবে। আমি পৌরসভায় মেয়র হিসেবে আসার পর পানির বিল ও পৌর ট্যাক্স কিছুটা বাড়িয়ে পৌরসভার প্রায় ৪ কোটি টাকা আয় বৃদ্ধি করেছি। দাবি আদায়ের চেষ্টা করবেন, তবে তাতে যাতে সরকারের বিরোধিতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার সচিব এ.কে.এম. খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুর রশিদ সর্দার।

বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের (মনু), চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহাম্মদ শেখ, ফরিদগঞ্জ পৌরসভার অফিস সহকারী আছমা আক্তার, চাঁদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ, চাঁদপুর পৌরসভার অর্থায়নে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা পারভীন (লাকী), চাঁদপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ মোশারফ হোসেন, চাঁদপুর পৌরসভার বিলক্লার্ক আঃ বাতেন মিয়াজী, চাঁদপুর পৌরসভার আদায়কারী মোঃ এমদাদ হােসেন (মিলন), হাজীগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক আলমগীর হোসেন, ফরিদগঞ্জ পৌরসভার এসেসর ও হিসাব রক্ষক (ভাঃ) গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এবিএম মাহমুদুন্নবী, চাঁদপুর পৌরসভা ষাঁটলিপিকার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, ছেঙ্গারচর পৌরসভার প্রধান সহকারী মোহাম্মদ উল্লা, মতলব পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা নূরুজ্জামান, কচুয়া পৌরসভার নলকূপ মিস্ত্রি ইবনে আজম, হাজীগঞ্জ পৌরসভা বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, শাহরাস্তি পৌরসভার এসেসর সামছুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ হাফিজুর রহমান ও গীতা পাঠ করেন বাবু গোপাল চন্দ্র বণিক।

বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার নবগঠিত কার্যকরি কমিটি : সভাপতি এ কে এম খোরশেদ, সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রোটাঃ তোফায়েল আহাম্মদ শেখ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুশিউর রহমান, সহ-সভাপতি নূরুজ্জামান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, মোঃ মনিরুজ্জামান, মুহাম্মদ রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদ হােসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ১ মোঃ আঃ বাতেন মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক-০২ মোঃ নূরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক-০৩ মোঃ জায়েদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান,

আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হােসেন, মহিলা সম্পাদিকা আফরোজা খানম, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইবনে আজম, দপ্তর সম্পাদক মোঃ মোশারফ হােসেন, সহ-দপ্তর সম্পাদক আছমা আক্তার, কার্যকরী সদস্য : সোহরাব হােসেন, সফিউল বাসার, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ হানিফ গাজী, মোঃ সোলায়মান মিয়া, ফয়সাল আহমেদ, গোপাল চন্দ্র বণিক, রোকেয়া আক্তার (দিশা) ও মোঃ শাহাদাত হােসেন।

বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা কমিটি : এএইচএম সামছুদ্দোহা, মোঃ জহিরুল ইসলাম, শাহ সুফিয়ান খান, তরিকুল ইসলাম, মোঃ নেয়াজুর রহমান, মোঃ তোফাজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোঃ সফিকুল ইসলাম, বেলায়েত হোসেন, মোঃ ফেরদৌস আহাম্মদ, মাহবুবুর রশীদ, এবিএম মাহমুদুন নবী, মোঃ হাসানুজ্জামান, চন্দ্রনাথ ঘোষ, আবু ইউছুফ, ফারজানা পারভীন (লাকী) ও আবুল খায়ের (মনু)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়