শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১০:৫৩

দিনব্যাপী লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর বিভিন্ন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার
দিনব্যাপী লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর বিভিন্ন কর্মসূচি পালন

চাঁদপুরে দিনব্যাপী সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ৯ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সেবামূলক কাজ এবং ফ্রী ব্ল্যাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করেন আগত অতিথিসহ জেলার নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম খান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান চৌধুরী রবিনের সঞ্চলনায় মসজিদে নগদ অর্থ দান ও স্কুলে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্সের ২য় ভাইস গভর্নর ফারহানা নাজ শুধা। এ সময় তিনি বলেন, চাঁদপুরে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী অনেক সুনাম ও দক্ষতার সাথে নিজেদের সামাজিক ও সাংগঠনিক কাজ করে যাচ্ছে। যা খুবই প্রশংসনীয়। আমি আশা করবো আপনারা সকলে মিলে এই সংগঠনকে আরো বেশি শক্তিশালী ও প্রাণবন্ত করে তুলবেন।

দুপুর ২টায় চাঁদপুর শহরের আলীমপাড়াস্থ মাআরিফুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় সংগঠনের পাস্ট প্রেসিডেন্ট মরহুম লায়ন কাজী মাহবুবুল আলমের মৃত্যুবার্ষিকী ও পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোস্তাক হায়দার চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণ করেন আগত অতিথি ও জেলার নেতৃবৃন্দ। মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান শেষ এতিমদের সাথে অতিথিরা দুপুরের খারার গ্রহণ করেন।

বিকেল ৩টায় মাজহারুল ইসলাম বি.এন.এস.বি. চক্ষু হাসপাতালে ৫ জন রোগীর চোখের লেন্স প্রতিস্থাপনের যাবতীয় খরচ বহন করেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী। এ সময় হাসপাতালের সাপ্লাই চেইন অফিসার মোঃ গোলাম মর্তুজা চৌধুরীর কাছে রোগীদের যাবতীয় খরচের চেক হস্তান্তর করেন ক্লাবের নেতৃবৃন্দ।

তারপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর শহরের শ্রী শ্রী কালীমন্দিরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজার উপহার সামাগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস, শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাহার, জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন ফেরদৌস হাসান বাণী, ভিশন চেয়ারপার্সন ডক্টর প্রফেসর শাহিদুর রহমান, জি.এস.টি. লায়ন মোহাম্মদ তৌহিদুর রহমান, লায়ন মোঃ জামাল হোসেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর চীফ এডভাইজার লায়ন জাকির হোসেন, চীফ কো-অর্ডিনেটর লায়ন মোঃ সাকি কাউসার, এডভাইজার লায়ন মাহমুদ হাসান খান, আইপিপি লায়ন মোঃ জিকরুল আহসান, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন কিশোর শিংহ রায়, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন খোরশেদ আলম বাবুল, সার্ভিস চেয়ারপার্সন লায়ন কামরুল হাসান, ট্রেজারার লায়ন ফয়সাল আহমেদ, জয়েন্ট সেক্রেটারী লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, জয়েন্ট ট্রেজারার লায়ন গোলাম হোসেন টিটু, জয়েন্ট ট্রেজারার লায়ন শাখাওয়াত খান, এল.সি.এফ.আই. কো-অর্ডিনেটর লায়ন বিএম হারুনুর রশিদ, ক্লাব এনভারমেন্ট চেয়ারপার্সন লায়ন কাজী রতন ও টেমার লায়ন কাজী মোস্তাফিজ, লায়ন আব্দুল্লাহ আল নোমান। এছাড়াও সার্বিক সহযোগিতা করেন লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও সজিব চন্দ্র দেবনাথ, ডেপুটি ডিরেক্টর লিও মোঃ পারভেজ মজুমদার, লিও বেলায়েত, লিও হাসান, লিও রাসেল মাহমুদ, লিও সোহরাব, লিও কোরবান আলী, লিও সুজন, লিও মামুন ঢালী, লিও রাসেল হোসেন, লিও নিজাম, লিও ওমর ফারুকসহ লিও ইমরান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়