প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৮
মতলব উত্তরে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি
মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষের মাঝে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি সম্পন্ন করেছে এবং সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে ‘লায়ন্স ক্লাব’। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
|আরো খবর
শিকারীকান্দি তরুণ সংঘের আমন্ত্রণে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডসিটি ক্রেডেন্স, মিডসিটি ক্যাম্পাস, মিড ভ্যালি, মিডটাউন, ব্ল্যাক শেড ও ঢাকা আইকনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২- এর গভর্নর লায়ন শফিউল আলম এম.জে.এফ.।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেট এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, কেবিনেট ট্রেজারার লায়ন হাসান, কাজী তরিকুল ইসলাম ও শিকারীকান্দি তরুণ সংঘের উপদেষ্টা সিরাজুল ইসলাম। কার্যক্রম পরিচালনা করেন কেবিনেট সেক্রেটারি শেখ ওবায়েদ উল্লাহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন সুমন।