প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৫
পুরাণবাজার ১৪ ঘণ্টা ছিলো বিদ্যুৎবিহীন
ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সোমবার দিবাগত রাত ৩টার সময় চাঁদপুরের উপর দিয়ে বয়ে যায় ব্যাপক বজ্রপাত ও সাথে ঝড়-বৃষ্টি। আধাঘণ্টা স্থায়ী এই ঝড় বৃষ্টি ও বজ্রপাতে চাঁদপুর শহরের পুরাণবাজার ৫নং ঘাটের পুরানো ট্রান্সফর্মার ক্যাবল বিকল হয়ে পড়ে। এ অবস্থায় রাত ৩টা থেকে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ওই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, মিল-কারখানা এবং আবাসিক এলাকার অসংখ্য বাসা-বাড়ি। এতে তারা নিদারুণ দুর্ভোগের সম্মুখীন হয়।
|আরো খবর
বিষয়টি চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমানকে অবহিত করা হলে দুপুরের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎকর্মীরা বিকল স্থানের ক্যাবল মেরামত করে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করেন।
পুরাণবাজার নবপল্লীর বাসিন্দা নারু বণিক ও প্রবীর সাহা ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমান আধুনিক যুগেও বিদ্যুৎ সমস্যা নিরসন করতে এতো সময় লাগে। সোমবার রাত ৩টায় বিদ্যুৎ গেছে, সেই বিদ্যুৎ একদিন পর মঙ্গলবার বিকেল ৫টায় দেয়া হয়। দীর্ঘ সময় আমরা বিদ্যুৎহীন ছিলাম। বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দিতে পারি নি। পাম্প মোটর সাহায্যে পানি উত্তোলনও বন্ধ হয়ে যায়। ফ্রিজের মাছ, মাংসও নষ্ট হয়। তারা বলেন, বিদ্যুৎ সংযোগ মেরামতে এতো সময় লাগার কথা নয়। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করেন।