সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:০৬

শাহরাস্তি রাগৈ বিল খাল ভাসমান সেচ প্রকল্পের উদ্বোধনকালে জেলা প্রশাসক

কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে

অনলাইন ডেস্ক
কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে

শাহরাস্তিতে আসন্ন বোরো মৌসুমে রাগৈ বিল খাল ভাসমান সেচ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৫) বেলা ৩ টায় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এ প্রকল্পের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার হাসান আহমেদ টিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার, বিএডিসির প্রকৌশলী মো. মামুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আমরা নিজেদের জমিতে পেঁয়াজ আলুসহ বিভিন্ন খাদ্যশস্য চাষাবাদ করে আমদানি নির্ভরতা কমাতে হবে। কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। এটা অন্যায়, এ মাটিই আপনার মা, বাবা। মৃত্যুর পর এই মাটির বুকেই আপনাকে ফিরে যেতে হবে। মা ও মাটি রক্ষার কৃষি জমির টপ সয়েল বিক্রি বন্ধ করতে হবে। না হলে আগামী দিনে কৃষি উৎপাদন বন্ধ হয়ে যাবে। যার জন্যে আগামী প্রজন্ম আপনাদের অভিশাপ দিবে।

তিনি আরও বলেন, নদী-খাল দখলের মাধ্যমে এ প্রকৃতিকে আগামী দিনের জন্যে আপনারা মেরে ফেলছেন। নিজেরাই নিজেদের ক্ষতি করছেন। মা, মাটি কৃষক ও পরিবেশকে বাঁচাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়