প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:৫৩
মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবি
ফরাজীকান্দি ইউনিয়নে বিএনপির গণমিছিল
বিভাগীয় সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলা বিএনপির নির্দেশনা উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে বিভিন্ন ওয়ার্ডের পকেট কমিটি গঠন করার প্রতিবাদে এবং মেয়াদোত্তীর্ণ সকল কমিটি বাদ দিয়ে তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে মতলব উত্তরের ফরাজীকান্দিতে বিএনপি গণমিছিল করেছে। ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে ৩১ দফা বাস্তবায়নে ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি, যুবদল, তাঁতী দল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ ও গণমিছিল মিছিল অনুষ্ঠিত হয় ৷ মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) বিকেলে মিছিলটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সরদারকান্দি কিন্ডারগার্টেনের সামনে থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাদামতলী বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে ফরাজীকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি গোলাম হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান প্রধানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা। বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ছগির, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ফারুক বেপারী, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন বেপারী, বিএনপি নেতা অলু দেওয়ান, মিনু দেওয়ান, মনির হোসেন মৃধা, যুবদল নেতা শেখা মোল্লা, সোলায়মান, হাছানুল কিবরিয়া তপন প্রমুখ।