বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৮

শাহারাস্তিতে দিনভর অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো. মঈনুল ইসলাম কাজল।
শাহারাস্তিতে দিনভর অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহরাস্তি উপজেলায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন। সড়ক ও জনপথ বিভাগের অধীনে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলো কিছু অসাধু লোক। মঙ্গলবার সকাল থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নামে প্রশাসন। এদিকে উচ্ছেদ অভিযানের নোটিস পেয়ে গত দুদিন ধরে ওইসব অবৈধ ব্যবসায়ী তাদের স্থাপনাগুলো সরিয়ে নিতে শুরু করে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) সকাল থেকে সড়কের দুপাশে স্থায়ী স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। শাহারাস্তি উপজেলার ওয়ারুক, মেহের স্টেশন, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যার পরেও শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এ সময় বিপুল পরিমাণ পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ ব্যবসায়ীরা জানান, বারবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে কিছু অসৎ ব্যবসায়ী স্থানীয় লোকজনকে ম্যানেজ করে আবারো সড়ক ও জনপথের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে। এতে করে যান চলাচলসহ জনগণের দুর্ভোগ পোহাতে হয়। উচ্ছেদ করা জায়গায় যাতে নতুন করে কেউ যাতে দখল করতে না পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে দাবি জানানো হয়। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়