বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২২:২২

জীবনদীপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক

জীবনদীপ স্বার্থহীনভাবে চাঁদপুরের মানুষকে আলো দিয়ে যাচ্ছে

অনলাইন ডেস্ক
জীবনদীপ স্বার্থহীনভাবে চাঁদপুরের মানুষকে আলো দিয়ে যাচ্ছে

‘জীবন জয়ের হৃদ্যতা নিয়ে দাঁড়াও পাশে বন্ধু, মানবতার কল্যাণে তোমার জয় অনিবার্য’ এই স্লোগানে পথচলা জীবনদীপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় জীবনদীপের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), এনএসআই চাঁদপুর-এর যুগ্ম উপ-পরিচালক আবু আব্দুল্লাহ, চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জীবনদীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।

সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার সভাপতিত্বে এবং পরিচালক মিঠুন বিশ্বাসের পরিচালনায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমান, মরণোত্তর দেহদানকারী শোভা বিশ্বাস ও রক্তদাতা আমিনুল ইসলাম পারভেজ।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমি যতোটুকু জেনেছি, জীবনদীপ স্বার্থহীনভাবে চাঁদপুরের মানুষকে আলো দিয়ে যাচ্ছে। এ ধরনের সংগঠনের কার্যক্রমের মাধ্যমে মানুষ এবং সমাজের বিবেক জাগ্রত হয়। মানুষ এবং সমাজের জন্যে কাজ করার উৎসাহ সৃষ্টি হয়। বর্তমানে একটা অসুস্থ সমাজ গড়ে উঠেছে। যার ফলে ভালো কাজে আমাদের অনেক কষ্ট করতে হয়। তবে যারা কাজ করে তারা কোনো কিছুই প্রত্যাশা করে না। স্বীকৃতি-সম্মান ক্ষণস্থায়ী। মুখ্য বিষয় হলো ভালো কাজ করে তৃপ্তি পাওয়া। আপনাদের এই কার্যক্রম আরো বেশি এগিয়ে যাক সে প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, সামাজিক সংগঠনগুলোকে দলমতের ঊর্ধ্বে রাখবেন। তাহলে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমাদের সমাজে এখন যে কোনো ভালো কাজের চেয়েও তোষামোদিকে বেশি প্রাধান্য দেয়া হয়। একটা সময় একটা গোলাপের অনেক কদর ও মর্যাদা ছিল। এখন গোলাপ তোষামোদের জন্যে ব্যবহার করা হয়। এর থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের কাজ যেন হয় সত্যিকার অর্থে মানুষ, মানবতা এবং দেশের কল্যাণে।

আলোচনা সভা শেষে জীবনদীপের মাধ্যমে মরণোত্তর দেহদানকারী তিনজন সদস্যকে ক্রেস্ট এবং আইডি কার্ড প্রদান করা হয়। এর পাশাপাশি বিগত সময়ে জীবনদীপের মাধ্যমে রক্তদান করা সদস্যদের সম্মাননা‌ ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়