প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:৩১
পালবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া
‘দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে সবার আগে’ স্লোগানে চাঁদপুর শহরের পালবাজারে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া করেছে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (উত্তর)। শনিবার সকালে বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ক্রেতা সাধারণকে সচেতন করার লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার মধ্যে ছিলো হঠাৎ সিলিন্ডারে আগুন লেগে গেলে বালতি দিয়ে এবং কোথায়ও আগুন লাগলে ভেজা চটের বস্তা দিয়ে কীভাবে আগুন নির্বাপণ করা হয়। এছাড়া অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে কীভাবে ব্যবহার করে আগুন নেভানো যায়।
|আরো খবর
এ সময় চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (উত্তর)-এর সিনিয়র স্টেশন অফিসার ছানোয়ার হোসেন, সিনিয়র ফায়ার ফাইটার কামাল হোসেনসহ ৭ জনের একটি টিম উপস্থিত ছিলেন।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন (উত্তর)-এর সিনিয়র স্টেশন অফিসার ছানোয়ার হোসেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো কারণে বাজারে আগুন লাগতে পারে। তখন কেউ ভিত হবেন না, সাহসের সাথে আগুন নেভানোর চেষ্টা করুন। আজকের মহড়াগুলো প্রয়োগ করুন। প্রয়োজনে আপনারা আমাদেরকে অবহিত করুন।
পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হারুনুর রশিদ বলেন, নিজেদের ও সকলের নিরাপত্তার জন্যে প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখতে হবে। যে কোনো প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে হবে।
এ সময় পালবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জিএম মিজানুর রহমান, সহ-সভাপতি মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফ খন্দাকার, সদস্য সোহেল খান, লুৎফুর রহমান ছৈয়াল, রিপন শিয়াল, নুপুর ঘোষ, সৈয়দ হোসেন বেপারী, তপন সাহা, স্বপন দে, কামাল হাওলাদার, আল-আমিন পাইক, শাহজাহান গাজীসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।