বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৮:৫৪

হাইমচরে যুব দিবস পালিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে  যুব  দিবস পালিত
হাইমচরে জাতীয় যুব দিবসের র‌্যালি।

'দক্ষ যুব গড়বে দেশ/ বৈষম্যহীন বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে যুব র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় যুব দিবসের প্রথমেই যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের সভাপতিত্বে ও হাইমচর সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মানিক বিশ্বাস ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলী জনি, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও উদ্যোক্তাগণ, যুবকগণ ও সাংবাদিকবৃন্দ।

সভাশেষে যুব সংগঠনের সদস্যসহ উদ্যোক্তাগণের মাঝে সনদপত্র, যুব ঋণের চেক, গাছের চারা বিতরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সবশেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাগের প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট)- ৩য় পর্যায় (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়