প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ২১:১৫
জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে বীজতলা-ধানের চারা
টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়েছে চাঁদপুরের আমন চাষিরা। জমে থাকা পানিতে নষ্ট হচ্ছে বীজতলা ও রোপণ করা ধানের চারা। এতে বিপুল অর্থ লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। আর এ অবস্থায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা আছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। আমন ধানের মৌসুম হওয়ায় চলতি মাসের শুরুতেই বিপুল টাকা খরচ করে বীজতলা প্রস্তুত করেন কৃষকরা। কেউ কেউ আবার রোপণ করেন চারা। তবে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে চারা ও বীজতলা। জলাবদ্ধতার কারণে অনাবাদি থেকে যাচ্ছে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমি। এতে এবার প্রায় ২০ কোটি টাকার চাল উৎপাদন ব্যাহত হচ্ছে। চাঁদপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সাফায়েত আহমেদ সিদ্দিকী বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে চাঁদপুরে মোট ২৮ হাজার ৪৪৫ হেক্টর জমি রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সূত্র : চ্যানেল আই।