শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২১:২৯

শাহরাস্তিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাঠ মাতালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম

শাহরাস্তি ব্যুরো
মাঠ মাতালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম

শাহরাস্তিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চিতোষী আরএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল এবং সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী। শারাফাত করিম শামীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দীপু ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা আতাহার আহমেদ তানভীর। চিতোষী পূর্ব ইউনিয়ন ছাত্রদল ও চিতোষী ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীসহ কয়েকটি জেলার মোট ৩২টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব উঘারিয়া ও নোয়াগাঁও ফুটবল একাদশ রামগঞ্জ। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্টপোষক জাহিদুল ইসলাম দীপু জানান, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব অতীতের মতো এবারও বড়ো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। পাশাপাশি আমাদের ক্লাবে জাতীয়, স্থানীয় ও বিদেশি খেলোয়াড় রয়েছে। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব সবসময় সুন্দর খেলা উপহার দেয়ার চেষ্টা করে। অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পক্ষে মাঠে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মামুনুল ইসলাম। এছাড়াও উভয় দলে মোট ১১জন করে খেলোয়াড় অংশ নেয়। ৬০ মিনিটের নির্ধারিত খেলায় ৩-০ গোলে জয় পায় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। ম্যাচে সেরা পুরস্কার জিতেন বাংলাদেশ দলের সাবেক ফুটবলার মামুনুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়