প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ২০:৪০
মতলব দক্ষিণের যে কলেজটির কেউ পাস করেনি--
অনলাইন ডেস্ক
মতলব দক্ষিণ উপজেলার সাতটি কলেজের মধ্যে একমাত্র ড. এম শামসুল হক মডেল কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়া এইচএসসি পরীক্ষায় মতলব দক্ষিণের ড. এম শামসুল হক মডেল কলেজের মানবিক শাখা থেকে আটজন এবং বিজ্ঞান শাখা থেকে দুজন পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা গেছে যে, কেউই পাস করতে পারেনি। এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন পাটোয়ারীর মোবাইলে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। সূত্র : জাগো নিউজ।