প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:২৫
জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক
অনলাইন ডেস্ক
শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান মেম্বার (৭২) ৪ অক্টোবর বিকেলে আনুমানিক তিনটার সময় তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, শফিকুর রহমান মেম্বার ছিলেন বারবার কারা নির্যাতিত নেতা এবং দলের জন্যে নিবেদিতপ্রাণ দুঃসময়ের কাণ্ডারী। তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।