সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২৮ জুন ২০২১, ০০:০০

মতলব উত্তরে পরিস্থিতি থমথমে

মোহনপুরে ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্টাফ রিপোর্টার ॥
মতলব উত্তরে পরিস্থিতি থমথমে

মতলব উত্তর উপজেলার মোহনপুরে ২৬ জুন শনিবার আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গতকাল ২৭ জুন রোববারও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে। যে কোনো মুহূর্তে আবারো সংঘর্ষ ঘটতে পারে বলে মানুষ আশঙ্কা করছে। মতলব উত্তরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে সংঘর্ষ এড়াতে মোহনপুরে অতিরিক্ত পুলিশ পাহারা বসানো হয়েছে। সেখানে ইউএনও’র নেতৃত্বে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজরদারি রাখছেন। গতকাল সারাদিন মোহনপুর বাজার, মোহনপুর পর্যটন এলাকা, আওয়ামী লীগের পার্টি অফিস ও টেক্কাপুল বাজার এলাকায় পুলিশ ছিল তৎপর। তবে কোনো প্রকার অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, কঠোর অবস্থানে রয়েছে তারা। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার মতলব উত্তরের মোহনপুরে আওয়ামী লীগের দুই গ্রুুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেন, মোহনপুর এলাকায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়