সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

সূচিপাড়া বাজার কমিটির নির্বাচন শেষে হামলা মামলা ও আটক ॥ পরিস্থিতি থমথমে
শাহরাস্তি ব্যুরো ॥

৩০ সেপ্টেম্বর শনিবার শাহরাস্তি উপজেলার সূচিপাড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনার সময় সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মেশকাত হোসেন বিটুর ওপর হামলা করা হলে তিনি আহত হন। এরপর উপস্থিত সমর্থকদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়। দফায় দফায় ভোট গণনার পর সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান ফলাফল ঘোষণা করেন। এতে সূচিপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন ছেফায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক রাশেদ আলম অপু, সহ-সভাপতি ফরহাদ তুহিন, যুগ্ম সম্পাদক ইয়াছিন মিয়া, কোষাধ্যক্ষ সুমন হোসেন, প্রচার সম্পাদক এমরান হোসেন ও দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন। এদিকে ১ অক্টোবর নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে পরাজিত প্রার্থী মেশকাত হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে সূচিপাড়া এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মামলার প্রধান আসামী বাজার ব্যবসায়ি কমিটির নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ছেফায়েত উল্লাহ।

উক্ত মামলার অন্যান্য আসামি হলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমান উল্লাহসহ ৮ জন। এদিকে আহত মেশকাত হোসেনকে ৩০ সেপ্টেম্বর রাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১ অক্টোবর রোববার চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জনি কান্তি দে জানান, এ ঘটনায় আবুল হোসেনের ছেলে ফারুক হোসেনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়