বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৩ জুন ২০২১, ০৮:৩৮

জেলা মার্কেটিং অফিসার রেজাউল ইসলামকে বিদায় সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক
জেলা মার্কেটিং অফিসার রেজাউল ইসলামকে বিদায় সংবর্ধনা

চাঁদপুর এভারগ্রীন ক্লাবের পক্ষ থেকে ক্লাবের উপদেষ্টা ও জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার রাতে শহরের হাজী মহসিন রোডস্থ মেডিকম ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা একসাথে অনেক দিন কাজ করেছি। জেলার অফিসারদের সাথেই আমার ভালো সম্পর্ক ছিলো। রেজাউলের অনেক কাজই প্রশংসনীয় ছিলো। আশাকরি আগামীতে যেখানে যাবে সে আরো ভালো করবে।

ক্লাব সভাপতি ডাঃ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে সংবর্ধিত ক্লাবের উপদেষ্টা জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, এ ক্লাবের সাথে জড়িত ছিলাম অনেকদিন ধরেই। এ ক্লাবের মাধ্যমে আমি তৃণমূল পর্যায়ের সকলের সাথে মিশতে পেরেছি। ক্লাবটির সদস্যদের প্রতি আমি বিভিন্নভাবে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের মহাসচিব ও চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেন, ক্লাব সদস্য শিক্ষক সিরাজুল ইসলাম, মাসুদুর রহমান, লক্ষ্মণ সরকার, নূর হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাকসুদুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়