রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২২ জুন ২০২১, ০৯:২২

সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে : মেয়র জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে : মেয়র জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এগুলো প্রামাণ্য চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। বিশেষত পদ্মা সেতুর উদ্বোধনের ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দুই শতাংশ বৃদ্ধি পাবে। এতে দক্ষিণাঞ্চলের দুই কোটি মানুষ উপকৃত হবে। তিনি বলেন, দেশে ইকনোমিক জোন ও শিল্প পার্ক প্রতিষ্ঠা হলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুর বাসস্ট্যান্ডে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক মাঠ পর্যায়ে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ প্রচারণা কর্মকা-ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প পরিচালক ওমর ফারুক দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচ কবির আহমেদ। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি ও বিটিভি প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনসহ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিবৃন্দ।

প্রদর্শনীতে সরকারের ফার্স্টট্রেক উন্নয়ন কার্যক্রম, মেগা প্রকল্পসমূহের উন্নয়ন কার্যক্রম ও করোনা সতর্কতা সম্পর্কিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়। এর বাইরে করোনা সতর্কতা সম্পর্কিত ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়