রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:৪৩

হাইমচরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২০ পরিবার

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২০ পরিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশের কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না। পিতার সেই স্বপ্ন পূরণে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের গৃহহীন-ভূমিহীনদের ‘স্বপ্নের ঠিকানা’ উপহার দিলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২য় পর্যায়ে হাইমচর উপজেলায় গৃহহীন ভূমিহীন আরও ২০টি পরিবারসহ সারাদেশে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন-গৃহহীন পরিবার পেলেন এই উপহার।

গতকাল ২০ জুন রোববার সকালে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে ঘর হস্তান্তর কাজ উদ্বোধন করেন। এই উদ্বোধন শেষে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, অত্যন্ত আনন্দের বিষয়, সারাদেশের ন্যায় আমাদের হাইমচরেও ভূমিহীন গৃহহীন ২০টি পরিবার জমিসহ ঘর পাচ্ছে। যে ঘরে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স¦প্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। যে সকল মানুষ ভূমিহীন গৃহহীন মানুষ, অন্য জায়গায় বাসা-বাড়িতে ভাড়া থাকে, পথে ঘাটে বসবাস করে তাদেরকে জমিসহ ঘরের ব্যবস্থা করে দিয়ে পিতার স্বপ্ন পূরণ করছেন। তিনি বলেন, দেশের একটি মানুষ যেন আশ্রয়হীন না থাকে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সভায়, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিগেন চাকমা, হাইমচর প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, নীলকমল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদারসহ অতিথিবৃন্দ।

পরে নীলকমল ইউনিয়নের ২০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ভূমি ও গৃহ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ও নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীসহ অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়