প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০
বাবুরহাট বাজারে দোকানিদের লুকোচুরি ॥ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট বাজারে দোকানীদের লুকোচুরি খেলা চলছে। ভ্রাম্যমাণ আদালত আসছে এমন সংবাদে সকল দোকানী দোকান বন্ধ রাখে। আবার ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর পুনরায় দোকান খোলা রাখে। গতকাল রাত সাড়ে ৭টায় এমন চিত্র দেখা যায়। এমন চোর-পুলিশ খেলায় কজন সটকে যেতে না পেরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা গুণতে হয়। ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ জরিমানা আদায় করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুর মোর্শেদ। করোনাকালীন লকডাউনে বিকেল ৫টার পর দোকান খোলা রাখায় ও চায়ের স্টলে বসে চা খাওয়ার জন্যে জরিমানা করা হয়।