শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ১৮:৩৩

চির্কা চাঁদপুর স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ

নূরুল ইসলাম ফরহাদ
চির্কা চাঁদপুর স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ

ফরিদগঞ্জের নয়াহাটে অবস্থিত চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে বিদায়ী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর শনিবার দুপুরে হাইস্কুল মাঠে এসএসসি পরীক্ষার্থীরা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা দলে ভাগ হয়ে আনন্দমুখর ফুটবল খেলার আয়োজন করে। প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম সেন্টু। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শামসুদ্দিন পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর বিএসসি, এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি আবুল বাশার বাদশা পাটওয়ারী, শিক্ষক প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন, ক্রীড়া শিক্ষক মো. মোস্তফা জামানসহ স্কুল ও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম সেন্টু উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে লেখাপড়া ও শারীরিক শিক্ষা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। খেলায় ৩-১ গোলের ব্যবধানে ব্যবসায় শিক্ষা দল জয়লাভ করার গৌরব অর্জন করেছে।

বিজ্ঞান দলের খেলোয়াড়রা হচ্ছেন: আলাউদ্দিন পাটোয়ারী (অধিনায়ক), রিমন, ফাহিম, রাশেদ, রকিব, শাওন, সাকিব, পারভেজ, সাকিব ও সাব্বির।

ব্যবসায় শিক্ষা দলের খেলোয়াড়রা হচ্ছেন: জাহিদ হাসান অনিক (অধিনায়ক), সাজ্জাদ হোসেন শাওন, আল-আমীন শেখ, ইব্রাহীম, রাতুল, রায়হান, কাউসার, মাহিদ, রায়হান ও মিরাজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়