প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২১:৪৯
ফুটবলে উপজেলা, জেলা ও উপ-অঞ্চলে চ্যাম্পিয়ন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে ‘রানারআপ’ হয়েছে চাঁদপুর জেলার শিক্ষার্থীরা। গত মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) কক্সবাজার জেলার পক্ষে উখিয়া উপজেলার সাথে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর জেলার পক্ষে রানারআপ ট্রফি অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দল।
|আরো খবর
জানা যায়, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে কুমিল্লা উপ-অঞ্চল পর্যায়ে ফুটবল খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষে কসবা উপজেলাকে হারিয়ে চাঁদপুর জেলার পক্ষে চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ পাইলট হাই স্কুল।
গত মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) অঞ্চল (বিভাগীয়) পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার পক্ষে উখিয়া উপজেলার সাথে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর জেলার পক্ষে রানারআপ ট্রফি অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। বিদ্যালয়টির পক্ষে আন্তঃস্কুল পর্যায়ে এটিই ফুটবলে সর্বোচ্চ অর্জন।
এর আগে নিজ উপজেলা, জেলা ও উপ-অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে অঞ্চল (বিভাগীয়) পর্যায়ে অংশগ্রহণ করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীরা।
জেলা, উপ-অঞ্চল ও অঞ্চল পর্যায়ে অনুষ্ঠিত খেলায় শিক্ষার্থীদের সাথে থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এবং কোচ টোরাগড় যুব স্পোর্টস ও সামাজিক সংগঠনের সদস্য ও খেলোয়াড় সজীব মিজি।বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ চাঁদপুর কণ্ঠকে মো. আবু ছাইদ বলেন, খেলোয়াড় ও খেলার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ বিজয় আমাদের একার নয়, পুরো চাঁদপুরবাসীর। আশা করি, ভবিষ্যতে আমার প্রিয় শিক্ষার্থীরা ভালো কিছু অর্জন কবে জেলার মুখ উজ্জ্বল করবে।








